ফের বাবা হলেন অভিনেতা জিৎ

0

গত মাসের শেষ দিকে স্ত্রী ও কন্যাসন্তানকে প্রকাশ্যে এনে সুখবর জানিয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। তখন বাবা হতে যাওয়ার কথা বলেছিলেন। আর এবার সরাসরি সুখবর দিলেন। আজ সোমবার জানালেন বাবা হয়েছেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জিতের স্ত্রী মোহনা সন্তানের জন্ম দিয়েছেন। এবার পুত্রসন্তান হয়েছে তাদের। আর আনন্দের এই খবর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে শেয়ার করেছেন নায়ক।

এদিকে জিতের এই পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ইন্ডাস্ট্রির সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী শুভশ্রী মন্তব্যের ঘরে লিখেছেন, ‘শুভেচ্ছা। আমি তো আগেই বলেছিলাম।’

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ত্রী ও কন্যাসন্তানের সঙ্গে বিশেষ ফটোগ্রাফের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন জিৎ। সেই সময় ক্যাপশনে লিখেছিলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। আমাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে। সবার আশীর্বাদ কামনা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here