ফের পেলেন আঘাত, ছিটকে গেলেন ডে ব্রুইনে

0

চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে না হতেই ফের আঘাত পেয়েছেন কেভিন ডে ব্রুইনে। নতুন মৌসুমের শুরুতেই ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে বেলজিয়ান তারকাকে।

গত জুনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হ্যামস্ট্রিংয়ের চোটে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয় ডে ব্রুইনেকে। তাকে ছাড়াই অবশ্য ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার ট্রফি ঘরে তোলে সিটি। ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে জেতে ট্রেবল। এরপর লম্বা সময় বিশ্রামে ছিলেন ডে ব্রুইনে। গত রোববার আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। বদলি নামেন দ্বিতীয়ার্ধে। ম্যাচের পর ৩২ বছর বয়সী ফুটবলার বলেছিলেন, পুরোপুরি ফিট হওয়ার অপেক্ষায় আছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের পর দুই মাসের একটা বিরতি পান ডে ব্রুইনে। গুয়ার্দিওলার মতে, বার্নলির বিপক্ষে শুরুর একাদশে থাকার মতো যথেষ্ট ফিট ছিলেন এই ফুটবলার। তিনি বলেন, সে হতাশ, অনেক লড়াই করেছে। খুবই ভালো অনুভব করছিল। তাকে শুরু থেকে ৫০-৫৫ মিনিট খেলাতাম আমি। হতাশায় আচ্ছন্ন হলেও সে কিন্তু শক্তিশালী, ঘুরে দাঁড়াবে।
সম্ভবত এটা আমার ভুল ছিল (তাকে শুরুতে নামানো)। তবে ১৫ কিংবা ২০ মিনিট পর যখন সে চোট পেল, ভুল কিছু মনে হয়নি। ৬৫ মিনিট পরে এমনটা হলে, সেটা হতো ক্লান্ত পেশির কারণে। চিকিৎসক ও তার সঙ্গে আমাদের কথা বলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here