বিদ্যুৎ সরবরাহ ইস্যুতে সপ্তাহখানেক বন্ধ থাকার পর ফের জেগে উঠেছে জাপানের চন্দ্রযান। এবার এই চন্দ্রবাহনটি কাজও শুরু করে দিয়েছে।
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, তারা আবার চন্দ্র অবতরণ বাহনটির সাথে রবিবার রাতে যোগাযোগ স্থাপন করতে পেরেছে।
২০ জানুয়ারি চাঁদে অবতরণ করার পর থেকে এটি বিদ্যুৎ উৎপাদন করতে পারছিলো না।
স্লিম নামের এই চন্দ্রযানটি পাঠিয়ে চাঁদে অবতরণ করা পঞ্চম দেশের তকমা নিজেদের করে নিয়েছে জাপান। এর আগে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারত চাঁদে সফল অবদরণ করতে পেরেছিল।