ফের চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্বে ধোনি

0

চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে আবারও দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং নিশ্চিত করেছেন যে, ওপেনার ও বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় গুরুতর চোটের কারণে চলতি আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন। কনুইয়ের চোট এতটাই গুরুতর যে তিনি আর মাঠে ফিরতে পারছেন না, ফলে দলের হাল ধরতে আবারও ফিরছেন ক্যাপ্টেন কুল ধোনি।

৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের হয়ে খেলতে গিয়ে রুতুরাজ জফরা আর্চারের একটি বল কনুইয়ে লাগার পর থেকেই সমস্যায় ভুগছিলেন। প্রথমে গুরুত্ব না দিলেও, চোটটি আস্তে আস্তে গুরুতর হয়ে ওঠে এবং শেষমেশ তাকে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়। এরপর ধোনির হাতে তুলে দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব।

ধোনি নিজেই চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন, যার ফলে তার প্রতি দলের আস্থা বরাবরই অটুট। আগামী শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ঘরের মাঠেই অধিনায়ক হিসেবে প্রথমবার দেখা যাবে ধোনিকে এ বছরের আইপিএলে।

গত ম্যাচে ধোনি ব্যাট হাতে কিছু রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি। এবার নেতৃত্বের ভার ফিরে পাওয়ায় তার কাঁধে দায়িত্ব আরও বেড়ে গেল। ৪৩ বছর বয়সেও ভারতের একমাত্র আইসিসি-ট্রফি জয়ী তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে ধোনির নেতৃত্বদানের ক্ষমতা এখনও অটুট—এ বিশ্বাসেই মাঠে ফিরছেন তিনি।

যদিও রুতুরাজের হঠাৎ সরে যাওয়া নিয়ে কিছু প্রশ্নও উঠেছে। কারণ, যে চোটের কথা বলা হচ্ছে, সেটি তিনি পেয়েছিলেন প্রায় ১১ দিন আগেই। এরপরও দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাকে খেলতে দেখা গেছে। তাহলে কি কনুইয়ের চোটই আসল কারণ, না কি দলের সাম্প্রতিক ব্যর্থতাই তার সরিয়ে দেওয়ার পেছনে মূল কারণ?

২০১৮ সালের পরে ধোনি ২০২২ সালে অধিনায়কত্ব ছেড়ে দেন এবং সেই দায়িত্ব তুলে দেওয়া হয় রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু মরসুমের মাঝেই দলের খারাপ পারফরম্যান্সের কারণে আবারও ধোনিকে অধিনায়কত্বে ফেরানো হয়। যদিও সে সময় বলা হয়েছিল, জাদেজা নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়কত্ব ছাড়ার, যেন নিজের খেলায় বেশি মন দিতে পারেন। এরপর চোট পেয়ে সেবার আর পুরো টুর্নামেন্ট খেলতেও পারেননি জাদেজা।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here