ফের কাজিপুর বাঁধে ধস, ১৫০ মিটার বিলীন

0

চারদিনের ব্যবধানে ফের সিরাজগঞ্জের কাজিপুর মেঘাই স্পার বাঁধে ধস দেখা দিয়েছে। ধসে প্রায় ১৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কে রয়েছে বাঁধ এলাকার বাসিন্দারা।  

স্থানীয়রা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জের যমুনা তীরের বিভিন্ন পয়েন্টে। 

তবে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার জানান, যমুনার ঘূর্ণাবর্তের কারণে ২০০৩-০৪ অর্থ বছরে নির্মিত বাঁধটিতে রাতে ধস নেমেছে। সংবাদ পেয়ে সকালে গিয়ে জিওব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here