আবার ভূমিকা বদল! ফের কমেন্ট্রি বক্সে ফিরছেন সৌরভ গাঙ্গুলি। শোনা যাচ্ছে, আইপিএলের পর আবার মাইক্রোফোন হাতে দেখা যাবে ভারতের অন্যতম সেরা অধিনায়ককে।
ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শোনা যেতে পারে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। যদিও সৌরভ নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এই মুহূর্তে আইপিএল এবং দিল্লি ক্যাপিটালসের বাইরে কিছু ভাবছেন না।
আইপিএল শেষ হয়ে গেলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে নিয়মিত কোনও কাজ থাকবে না। তাই আবার নিজের পুরোনো জায়গায় ফিরছেন সৌরভ। ধারাভাষ্যকার হিসেবে আবার প্রত্যাবর্তন হতে চলেছে তার।