ফের উত্তাল মণিপুর, সংঘর্ষে নিহত ৩

0

ভারতের মণিপুরের বিবদমান দুই গোষ্ঠী কুকি ও মেইতেইদের মধ্যে ফের সংঘাত ছড়িয়ে পড়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে নতুন সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর ও মেইতেই-প্রধান বিষ্ণুপুরের সীমানায় খইরেনতাক গ্রামে এই ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

মণিপুর পুলিশ জানিয়েছে, নারানসেনার কাছে ওই গ্রামে উভয় গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে তিনজন মারা গেছেন। সাতজন আহত হয়েছেন। পরে পুলিশ, আসাম রাইফেলস ও কমান্ডোরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে পাহাড়ের নিচের এলাকায় একজন কৃষককে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি তখন জমিতে চাষ করছিলেন। তার বুকে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক। মণিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে বিরোধ চলছে। চার মাস ধরে রাজ্যটির পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। প্রায় ১৫০ জন সেখানে মারা গেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here