প্রায় দুই মাস পর আবারও ইনস্টাগ্রাম চালু করলেন ফরাসি পেশাদার ফুটবলার করিম বেনজেমা। রোনালদোর বিপক্ষে হেরে যাওয়ার পরে ব্যাপক সমালোচনার মুখে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বন্ধ করে দেন বেনজামা।
মূলত গেল বছরের ২৬ ডিসেম্বর ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে হেরেছিল বেনজেমার ক্লাব আল ইত্তিহাদ। এরপরে ফরাসি তারকা বেনজেমা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে রাখেন। তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েন বেনজেমা, ভক্তরা তার ইনস্টাগ্রামে এসে শক্ত কথা বলতে থাকেন। পরে বাধ্য হয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেন।