আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ভোরের এ হামলার ঘটনায় অনেকে হতাহত হয়েছেন। জানা গেছে, রুশ হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
শুক্রবার ভোর থেকে কিয়েভ ও আশপাশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে থাকে। তবে রাজধানী কিয়েভের কোন কোন স্থানে বিমান হামলা হয়েছে এবং এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি।