ফের আইনি ঝামেলায় জড়ালেন সালমান খান

0
ফের আইনি ঝামেলায় জড়ালেন সালমান খান

বলিউড অভিনেতা সালমান খানের নামে এলো নতুন অভিযোগ। এবার তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা ওঠে রাজস্থান উচ্চ আদালতে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা একটি পানমসলা ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর আইনি তদন্তের মুখোমুখি হতে হবে অভিনেতাকে।

কোটা ক্রেতা সুরক্ষা আদালতে এই আবেদনের পরিপ্রেক্ষিতে সালমানের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়, যেখানে অভিযোগ করা হয়েছে তার অনুমোদিত পানমসলার এই বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করছে।

বিজেপি নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি একটি নামী পানমসলার বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে অভিযোগটি দায়ের করেছেন। তিনি দাবি করেছেন যে, সালমান সংস্থার সঙ্গে মিলিত হয়ে পানমসলায় কেশর দেওয়া আছে বলে যে প্রচার করছেন তা ভুল। 

অভিযোগপত্রে আবেদনকারী উল্লেখ করেন, যে কেশরের দাম প্রতি কেজিতে প্রায় ৪ লাখ টাকা। সেই উপাদান এই ৫ টাকার দামের পণ্যের মধ্যে থাকাটা অসম্ভব। কোটা ক্রেতা সুরক্ষা আদালত সালমান এবং উৎপাদনকারী সংস্থার কাছ থেকে এর জবাব জানতে চেয়েছে। 

এই মামলার পরবর্তী শুনানির দিন ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

রাজস্থানের যোধপুরে শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে বেশ কয়েক বছর আদালত চত্বরে ঘুরতে হয়েছে সালমান খানকে। ফের আইনি ঝামেলায় জড়াল এই অভিনেতার নাম। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি বলিউড ভাইজান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here