ফের অনুপমের বিয়ে, যা বললেন প্রাক্তন স্ত্রী পিয়া

0

ফের বিয়ে করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক অনুপম রায়। পাত্রী গায়িকা প্রস্মিতা পাল। এ বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যম পিয়ার সঙ্গে যোগাযোগ করলে, পিয়া জানান, এ খবর আগে থেকেই জানেন তিনি। পিয়া চক্রবর্তীর ভাষায়- ‘যেদিন ওদের বিয়ের খবর জেনেছি, সেদিনই নিজ থেকে শুভেচ্ছা জানিয়েছি অনুপমকে। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতাম।’

অনুপমের হবু স্ত্রী প্রস্মিতা পাল পিয়ার পূর্ব পরিচিত। তা জানিয়ে পিয়া বলেন, ‘ওদের সম্পর্কের কথা আগে থেকেই জানি। আমরা সকবাই সবার চেনা। অনুপম-প্রস্মিতার নতুন জীবন ভালোভাবে শুরু হোক, ওরা ভালো থাকুক, এখন শুধু এটুকুই কামনা।’ এক বছর সম্পর্কে থাকার পর বিয়ে করতে যাচ্ছেন অনুপম-প্রস্মিতা। আগামী ২ মার্চ বিয়ে কর‌বেন তারা। দুই প‌রিবা‌রের সদস্যদের উপ‌স্থি‌তি‌তে আইনি বি‌য়ে সার‌বেন তারা। অনুপমের এটি তৃতীয় আর প্রস্মিতার দ্বিতীয় বিয়ে।

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর খানিক সময়ের জন্য থমকে যায় অনুপম রায়ের ভক্তরা। বিচ্ছেদের কারণ আড়ালে থাকায় নানা প্রশ্ন তুলেন নেটিজেনরাও। ঠিক ওই সময়ে টলিপাড়ায় গুঞ্জন চাউর হয়, অভিনেতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গে পিয়ার পরকীয়া সম্পর্কের কারণে সংসার ভেঙেছে অনুপমের। যদিও এই সম্পর্কের কথা অস্বীকার করেন পরমব্রত। গত বছরের ২৭ নভেম্বর পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত। এদিন সকাল থেকেই বিষয়টি দুই বাংলায় চর্চায় পরিণত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here