ফেরার ম্যাচে হার পান্তর, জয় দিয়ে আইপিএল শুরু পাঞ্জাবের

0

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার প্রায় ১৫ মাস পর মাঠে ফেরাটা রাঙাতে পারলেন না দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক রিশাভ পান্ত। তিনি ১৩ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন। তার দলও পাঞ্জাব কিংসের কাছে হেরেছে ৪ উইকেটে।

শনিবার দিল্লির দেওয়া ১৭৪ রানের জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। এবারের আইপিএল জয় দিয়েই শুরু করল দলটি।

শেষ দিকে অক্ষর প্যাটেলের ২১ ও অভিষেক পোড়েলের ১০ বলে ৩২ রানের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি পায় দিল্লি। সর্বোচ্চ ৩৩ রান আসে শাই হোপের ব্যাট থেকে।

পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও হার্শাল প্যাটেল।  

জবাবে খেলতে নেমে শুরুটা খুব ভালো হয়নি পাঞ্জাবের। পাওয়ার প্লের ভেতরই হারিয়ে ফেলে দুই ওপেনার শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টোরের উইকেট।

চারে নেমে এরপর হাল ধরেন কারান। পঞ্চম উইকেটে স্বদেশি লিয়াম লিভিংস্টোনকে সঙ্গে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন তিনি। অবশ্য শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেননি। খলিল আহমেদের বলে বোল্ড হয়ে ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করে ফেরেন তিনি।

তবে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন লিভিংস্টোন। ২১ বলে ২ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন ডানহাতি এই ব্যাটার।

দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন খলিল ও কুলদীপ যাদব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here