চার মাস। ক্রিকেটের আঙিনায় সময়টা কম নয় মোটেও। এই সময়ে জাতীয় দল আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একের পর এক ম্যাচ খেলতে পারেননি রশিদ খান। তবে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও বোলিংয়ে তার ধার কমেনি যেন একটুও। চোট কাটিয়ে ফেরার ম্যাচে লেগ স্পিন তারকাকে দেখা গেল সেই চেনা চেহারায়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন রশিদ। তিন উইকেটের পথে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রশিদ। প্রথম আফগানিস্তান বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।
অধিনায়কেরও দুর্দান্ত বোলিংয়ের পরও অবশ্য আফগানিস্তান ম্যাচটি জিততে পারেনি ব্যাটিং ব্যর্থতায়। রশিদের ফেরার ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হেরেছে আফগানিস্তান। শারজাহতে প্রথম টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে আইরিশরা। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নেমে ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন রশিদ। তবে তাকে ছাপিয়ে ম্যাচের নায়ক আরেক লেগ স্পিনার। আফগান মিডল অর্ডার গুঁড়িয়ে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা আইরিশ লেগ স্পিনার বেন হোয়াইট।
আরেকপ্রান্তে অভিষিক্ত নানগেয়ালিয়া খারোটেও দারুণ বোলিং করে বিপাকে ফেলে দেন আইরিশদের। তবে হ্যারি টেক্টর দারুণ খেলে উদ্ধার করেন দলকে। তার উইকেটও অবশ্য পেতে পারতেন রশিদ। কিন্তু শর্ট ফাইন লেগে ক্যাচ নিতে পারেননি ফাজালহাক ফারুকি। ১৭ বলে ১৯ রানে আউট হতে পারতেন যিনি, সেই টেক্টর শেষ পর্যন্ত করেন ৩৪ বলে অপরাজিত ৫৬। আয়ারল্যান্ড ২০ ওভারে তোলে ৭ উইকটে ১৪৯ রান।
নিজের শেষ ওভারের শেষ বলে আরেকটি উইকেটের দেখা পান রাশিদ। তিন দিন আগে ওয়ানডে অভিষেকে ৪ উইকেট শিকার করা ১৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার খারোটে এবার টি-টোয়েন্টি অভিষেকে ৪ ওভারে ১৬ রানে নেন ২ উইকেট।
রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই আফগানদের বড় ভরসা রাহমানউল্লাহ গুরবাজকে বিদায় করেন মার্ক অ্যাডায়ার। পরের ওভারে জশ লিটল ফিরিয়ে দেন সেদিকউল্লাহ আটাল ও আজমাতউল্লাহ ওমারজাইকে। দুই ওভারে তিন উইকট হারানোর ধাক্কা আর সেভাবে সামলে উঠতে পারেনি আফগানরা।
মিডল অর্ডারে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন কিপার ব্যাটসম্যান মোহাম্মদ ইসহাক (২২ বলে ৩২) ও ও অভিজ্ঞ মোহাম্মদ নাবি (২১ বলে ২৫)। তবে দুজনকেই থামান হোয়াইট। এই লেগ স্পিনার পরে টানা দুই বলে আউট করেন অভিষিক্ত ইজাজ আহমাদ আহমাদজাই (১৬) ও খারোটেকে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেটের স্বাদ পান ২৫ বছর বয়সী লেগ স্পিনার। ব্যাটিংয়ে রশিদ খান আটকে যান ৫ রানেই। ১৮.৪ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় আফগানরা। হোয়াইটের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেন জশ লিটলও। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি এই পেসার।