দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা বন্ধের আগে বেগম খালেদা জিয়ার দাদার বাড়ির সামনে পথসভা করেছেন ফেনী-১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বৃহস্পতিবার বিকাল পাঁচটায় শ্রীপুর মজুমদার বাড়ির সামনে শ্রীপুরবাসীর আয়োজনে পথসভায় ফুলগাজী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের নৌকার মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের কাছে নৌকার ভোট চেয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পরেই আপনাদের কাছে যাবো, আপনাদের আমার কাছে আসতে হবে না। আমি জাল ভোটে এমপি হতে চাই না, আমি চাই আপনাদের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হতে।