ফেনী-বিলোনিয়া রেললাইন পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে : আলাউদ্দিন নাসিম

0

ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, নির্বাচিত হলে ফেনী-বিলোনিয়া রেললাইন পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। ফেনী-১ আসনের বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। 

সোমবার আলাউদ্দিন নাসিম পরশুরাম বাজার ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এছাড়াও তিনি এদিন ১২টি পথসভায় অংশ নেন। পৃথক পৃথক সভাগুলোতে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. সেলিনা আখতার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরশুরাম বাজার বণিক সমিতির সদস্যদের উদ্দেশ্যে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, নির্বাচিত হওয়ার জন্য তার সামনে তেমন কোন কঠিন বাধা নেই। এসময় তিনি আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here