ফুলগাজী সদর ইউনিয়নের গাবতলা/দক্ষিণ দৌলতপুর থেকে ৫ কেভিএ ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সকালে ফেনীর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।
এ সময় তিনি জানান, ২৫ জুন ফুলগাজী থানাধীন আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া সিলোনিয়া নদীর পাড় হতে ৫ কেভিএ ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হলে বিদ্যুৎ অফিস এ ব্যাপারে থানায় মামলা করে।
গ্রেফতারকৃতদের জিন্মা থেকে চোরাইকৃত ট্রান্সফরমার এর ৪৫ কেজি তামার তার এবং চোরাই কাজে ব্যবহৃত ২টি সিএনজি, ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, আসামিরা ফেনী জেলার বিভিন্ন থানাসহ নোয়াখালী, কুমিল্লা, জেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সাথে জড়িত আছে মর্মে স্বীকার করেছেন। পলাতক বাকি আসামিদেরকে গ্রেফতারের অভিযান চলছে।