ফেনীর সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনে ঝুঁকি নিয়েই চলছে চিকিৎসা সেবা। ভবনের ছাদের বিভিন্ন স্থান খসে পড়ছে। দরজা জানালা রয়েছে ঝুলন্ত অবস্থায়। ফেটে গেছে পুরো ভবনের দেয়াল। পিলার পড়ে রয়েছে জীর্ণশীর্ণ ভাবে। এমন ঝুঁকিপূর্ণ ভবন দিয়ে দৈনিক শত রোগীর চিকিৎসা চলছে এই স্বাস্থ্য কেন্দ্রটিতে।
শীতের সময় ঠাণ্ডা বাতাস ঢুকে রোগীরা আরও অসুস্থ হয় পড়ে। অন্যদিকে ঝড় বাতাস শুরু হলে চিকিৎসা নিতে আসা রোগীসহ চিকিৎসকদের পড়তে হয় বিড়ম্বনায়।
রোগী ও স্থানীয়রা জানায়, অসুস্থতা সারাতে এসে বরং প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে এখানে চিকিৎসা নিতে হয়। ইউনিয়নের একমাত্র চিকিৎসালয় দ্রুত সংস্কারের দাবি জানান তারা।
সরজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির চারপাশ লতা-পাতায় ভরা। একনজরে দেখলে মনে হবে আস্ত একটি ভূতের বাড়ি।
লেমুয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা পারভিন বলেন, যোগদানের পর থেকে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ইউনিয়ন থেকে টিন শেডের ৬ রুমের একটি ঘর নির্মাণ করা হয়েছে, যাতায়াতের রাস্তা না থাকার কারণে যার কার্যক্রম আজও চালানো সম্ভব হচ্ছে না। নির্মাণ থেকে পড়ে রয়েছে অকেজো অবস্থায়।