ফেনীর ফুলগাজী উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১৬৫ জন শিক্ষার্থীদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ফুলগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে, গরিব অসহায় সুবিধা বঞ্চিত মাদ্রাসা ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনসহ সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্র-ছাত্রীদের মাঝে অনুদানের প্রায় ৮ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়।