ফেনীতে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত দশটার দিকে ফেনী সোনাগাজী সড়কের দাউদপুল কাঁচাবাজারের দক্ষিণ পাশে রনি অটো সিএনজি গ্যারেজের সামনে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গাড়ির চালক মুরাদ জানান, তার সিএনজিটি লালপোল থেকে মেরামতের জন্য রাত দশটার দিকে রনি অটো ওয়ার্কশপে আনেন। মেরামতের জন্য দাঁড় করিয়ে গ্যারেজের ভিতরে প্রবেশ করার সাথে সাথে ৫/৬জন দুর্বৃত্ত এসে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তিনি এগিয়ে গেলে তাকেও ধাওয়া করে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। ততক্ষণে গাড়িটির ৮০শতাংশ পুড়ে যায়।