ফেনীতে সিএনজিতে আগুন, ট্রাক ভাঙচুর

0

ফেনীতে মাছ বোঝাই সিএনজিতে আগুন ও টাকা ছিনতাই, কয়েকটি ট্রাক এবং কাভার্ডভ্যান ভাঙচুর করেছে অবরোধকারীরা। সোমবার ফেনী শহরের রামপুর সওদাগর বাড়ি সড়ক ও তাকিয়া রোডে এ ঘটনা ঘটে। বিএনপি-জামায়াতের ডাকা ২ দিনের অবরোধের ২য় দিনের সকালে ইসলামপুর রোড়ে অবরোধের পক্ষে একটি মিছিল বের করে যুবদল। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে। সকাল দশটার দিকে রামপুর সওদাগর বাড়ি সড়কে মাছ বোঝাই একটি সিএনজি নিয়ে আড়ত থেকে বাড়ি ফেরার পথে অবরোধকারীরা গতিরোধ করে পেট্রোল ঢেলে আগুন দেয় এবং মাছ বিক্রেতার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকার ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এরপররই ফেনীর ব্যস্ততম বানিজ্যের সড়ক তাকিয়া রোডে দাঁড়িয়ে মাল বোঝাই করা কয়েকটি ট্রাক ও কাভার্ডভ্যান ভাঙচুর করে অবরোধকারীরা।

ভুক্তভোগী মাছ বিক্রেতা রুবেল ও গাড়ির মালিক এনামুল হক জানান, নোয়াখালীর কবির হাটের সোনাদিয়া থেকে থেকে মাছ এনে ফেনীর বড় বাজার আড়তে মাছ বিক্রি করে ফেরার পথে ইসলামপুর রোডে পিকেটাররা তাদের সিএনজিতে আগুন জ্বালিয়ে দেয়। এসময় তাদের কাছে থাকা মাছ বিক্রির ৬০ হাজার টাকা জোর করে নিয়ে যায়। আরেক সিএনজি চালক সোনাজীর আহম্মদপুরের মইন উদ্দিন জানান, তাকে অবরোধকারীরা মেরেছে ও গাড়ির গ্লাস ভেঙে ফেলছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ থেমে যাত্রীবাহী বাস চলতে দেখা গেছে। এছাড়াও ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ চলাচল করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here