ফেনীতে মাটিকাটার স্কেভেটর বহনকারী ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিমন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত লিমন ছাগলনাইয়া পাঠান নগর ইউনিয়নের জসিমের ছেলে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফেনী পৌরসভার সুলতানপুর এলাকার আমিনবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- মুন্না (১৭), রাতুল (১৮), রাকিব (২০), রাকিব (১৩) এবং শাকিল (২২)।