শীতকালীন সবজি ব্রকলি চাষ করে সফল ফেনী সদরের কৃষকরা। পুষ্টি গুণে সমৃদ্ধ ব্রকলির বাজার চাহিদাও ব্যাপক। পাশাপাশি শাক-সবজিরও আবাদ করছেন তারা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় ব্রকলি চাষে আগ্রহী হয়ে উঠছেন এ অঞ্চলের কৃষকরা।
সবজি চাষি ফরিদ উদ্দীন মাসুদ জানান, ফেনীতে ব্রকলির ব্যাপক চাহিদা। বাজারে ব্রকলির দাম বেশি হওয়ায় আমি এ বছর এক বিঘা জমিতে চাষ করেছি। আমার দেখা-দেখিতে গ্রামের অনেক কৃষক ব্রকলি চাষ করেছেন। আগামী বছর এ সবজির আবাদ আরও বাড়বে বলেও তিনি আশা করেন।
সম্প্রতি প্রদর্শনী পরিদর্শন করেন ফেনী জেলার উপ-পরিচালক কৃষিবিদ একরাম উদ্দিন, ওই প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ আবু নঈম মোহাম্মদ সাইফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সালমা আক্তার স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম ও এলাকার কৃষক-কৃষাণী।
এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি নতুন ফসল ও উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় বাণিজ্যিকভাবে চাষাবাদের ক্ষেত্র তৈরি হয়েছে।