ফেনীতে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেফতার ১

0

ফেনীতে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধাকে হত্যার ঘটনায় রিমন (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার মামলা দায়ের হলে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার ওই বৃদ্ধাকে হত্যা করা হয়।

নিহত বৃদ্ধার নাম সামছুন্নাহার (৮৯)। তিনি ফেনী সদর উপজেলাধীন কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট এলাকার দারোগা বাড়ির আবদুল খালেকের স্ত্রী।

নিহতের প্রতিবেশী ও স্বজনরা জানান, বৃদ্ধা সামছুন্নাহার বাড়িতে বেশিরভাগ সময় একাই থাকতেন। মেজ ছেলের স্ত্রী মাঝেমধ্যে তার সঙ্গে থাকতেন। সম্প্রতি ছেলের বউ বাবার বাড়িতে গেলে তিনি একা হয়ে যান। সেই সুযোগ কাজে লাগিয়ে বৃদ্ধাকে মধ্যরাতে খুন করা হয়েছে। 

পুলিশ জানায়, ইতোমধ্যে বৃদ্ধ সামসুন্নাহারের ছেলে ফখরুল আলম বাদী হয়ে একই এলাকার মৃত আব্দুল লতিফের সন্তান রিমনকে (৩৮) আসামি করে মামলা দায়ের করে। 

এজাহারে উল্লেখ করা হয়েছে, রিমন চিহ্নিত মাদকসেবী। বৃদ্ধা সামছুন্নাহার একা থাকায় তার কাছে প্রায় সময় রিমন ও তার সহযোগী বখাটে মাদকসেবীরা টাকা দাবি করতো। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে পূর্বে বহুবার ভুক্তভোগীকে রিমন প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়। 

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে শয়নকক্ষ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই। ঘটনার মূলহোতা রিমনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে আদালতে প্রেরণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here