ফেনীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী শহরের মধুপুর রাস্তার মাথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শারমিন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন। নিহত শারমিন কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট থানার, নাঙ্গলকোর্ট পৌরসভার গোত্রশাল ৬নম্বর ওয়ার্ড়ের বাসিন্দা ওমান প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী।

লাঙ্গলকোর্টের স্থানীয় কাউন্সিলর ছাদেক হোসেন ও আহত বেলাল জানান, বেলাল তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রামের বারইয়ার হাট বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলের মধুপুর রাস্তার মাথায় আসলে কালিপালের দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল জোরে তাদের ধাক্কা দিলে বেলালের মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা শারমিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করে।

এছাড়াও ফেনীর ছাগলনাইয়া বল্লোবপুর সিএনজি ব্যাটারী চালিত দুটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নুর ইসলাম(৫৫) নিহত হয়েছেন। নিহত নুর ইসলাম ছাগলনাইয়ার থানার মাষ্টার বাড়ি গ্রামের বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here