ফেনীতে ফারুক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) শহরের পূর্ব ডাক্তার পাড়াস্থ গোলশান মঞ্জিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, নিহত ফারুক আহমেদ জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের করইয়া সর্দার বাড়ির মৃত সালেহ আহমেদের ছেলে। তিনি শহরের পূর্ব ডাক্তার পাড়া এলাকায় গোলশান মঞ্জিলে ভাড়া থাকতেন বলে জানিয়েছেন ভবনটির মালিক মো. নজরুল ইসলাম। নিহত ফারুক আহমেদ ব্যক্তিগত জীবনে দুইটি বিয়ে করেছেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিবে পুলিশ।