ফেনীতে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

0

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে ফেনীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সকলে মিলেমিশে এই দিনটিকে আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি যাতে এবারের উদযাপনও সফল হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মন্জুর আহ্‌সান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ ফাতিমা সুলতানা, সিনিয়র সহকারী কমিশনার (স্থানীয় সরকার শাখা, রেকর্ড রুম শাখা) রুম্পা ঘোষ।

সভায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া আগামী ১৪ এপ্রিল সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন এবং সাড়ে নয়টায় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here