ফেনীতে দিনদুপুরে স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ সাহেবের বাজারে আলাদিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে। ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দোকান মালিক আলাউদ্দিন জানান, প্রতিদিনের মতো ওই দিন দুপুরের খাবার খেতে তিনি বাড়ি যান। দুর্বৃত্তরা ওই সুযোগে আলাদিন জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় একশ’ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। দুপুর আড়াইটার দিকে দোকানে এসে তালা ভাঙা দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ফুটেজে দু’জন বাইরে পাহারায় থেকে তালা ভেঙে একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরির দৃশ্য রয়েছে। অতিদ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।