ফেনীতে মাদকবিরোধী অভিযানে তিন মাদকাসক্ত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার পুষ্প পুদম চাকমা ও মাশিয়াত আক্তার ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, ফেনী শহরের রেলওয়ে স্টেশন, বারাহিপুর, বিরিঞ্চি ও বারাহিপুর ভূঁইয়া বাড়ী সড়কসহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে গাঁজাসহ আটক করে।