ফেনীতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রকল্পের অবহিতকরণ সেমিনার

0

‘প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি’ এ স্লোগানকে সামনে রেখে ফেনীতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং রাইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ শীষর্ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ওয়েলফেয়ার সেন্টার ফেনীর সহকারী পরিচালক মাসুদ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং প্রকল্প পরিচালক ড. এ.টি.এম মাহবুব-উল করিম।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে জানায়, প্রবাসফেরত ও যারা প্রতারণা শিকার হয়েছেন, তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। 

তিনি আরও বলেন, দক্ষ শ্রমিক দেশের সম্পদ। বেকার যুবকদের দক্ষতা অর্জনে সরকার বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার চালু করেছে। সেসব সেন্টার থেকে যুবকরা ভাষা ও কর্ম বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে কম খরচে বিদেশ গিয়ে পরিবার, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। একজন দক্ষ শ্রমিকের সবখানেই মূল্য রয়েছে। এ বিষয়ে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করবেন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here