ফেডারেশন কাপ টেবিল টেনিসে নতুন চ্যাম্পিয়ন খৈ খৈ ও হৃদয়

0
ফেডারেশন কাপ টেবিল টেনিসে নতুন চ্যাম্পিয়ন খৈ খৈ ও হৃদয়

জাতীয় চ্যাম্পিয়নশিপ ও লিগের পরই ঘরোয়া টেবিল টেনিসে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হলো ফেডারেশন কাপ। ২০২১ সালের পর দীর্ঘ চার বছর এবার অনুষ্ঠিত হয়েছে এই আসর। তিন বছর পর হওয়া ফেড কাপ টিটিতে প্রথমবারের মতো নারী ও পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন খৈ খৈ মারমা ও মুনতাহাসিন আহমেদ হৃদয়।

ফাইনালে একাধিকবার নারী ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়া সোনাম সুলতানা সোমাকে হারিয়েছেন খৈ খৈ মারমা। ৩-২ গেমে সোমাকে হারিয়ে শিরোপা জেতেন খৈ খৈ। 

ফাইনালের আগে খৈ খৈ সেমিফাইনালে হারিয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন মৌকে। সেই জয়ই তার ফাইনালের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি বলেন, আমার সেমিফাইনাল মৌয়ের সাথে ছিল, যিনি এখন বাংলাদেশের এক নম্বর। তো ওনার সাথে জিতে আমার কনফিডেন্স চলে আসছিল যে আমি ফাইনালে ভালো খেলতে পারব। তো আমি কনফিডেন্স নিয়ে নামছিলাম যে আমি যতটুকু পারি চেষ্টা করব। আমার টার্গেট ছিল যে আমার চ্যাম্পিয়ন হওয়া। তো আমি জয়ী হতে পেরেছি।

নারী এককের ফাইনাল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও পুরুষ এককে তেমন লড়াই হয়নি। সরাসরি ৩-০ গেমে রামহিমকে পরাজিত করেন হৃদয়। প্রথমবারের মতো ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়ে হৃদয় বলেন, অনেক ভালো অনুভব করছি। মানসদা পাঁচবার ন্যাশনাল চ্যাম্পিয়ন। তো ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হতে পেরে আমার ভালো লাগছে।

ফেডারেশন কাপ টিটি নারী, পুরুষ একক ও দলগত খেলা ছিল। কোনো বিভাগে দ্বৈত এবং মিশ্র দ্বৈত ছিল না। পুরুষ দলগত, একক ও নারী এককে সেনাবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। নারী দলগত বিভাগে শুধু আনসার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here