মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন কর ফাঁকি, আগ্নেয়াস্ত্রসংক্রান্ত অভিযোসহ তিনটি ফেডারেল অভিযোগে দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন। আদালতে প্রসিকিউটররা মঙ্গলবার এক নথিতে এ কথা বলেছেন। খবর বিবিসি ও সিএনএন এর।
ডেলাওয়্যার অঙ্গরাজ্যের মার্কিন অ্যাটর্নি ডেভিড ওয়েইস জেলা আদালতের ক্লার্ককে একটি চিঠিতে লিখেছেন, জুনিয়র বাইডেন ফেডারেল আয়কর দিতে ইচ্ছাকৃত ব্যর্থতার দুটি এবং মাদক ব্যবহারকারীর আগ্নেয়াস্ত্রের অবৈধ দখলের আরেকটি অভিযোগে দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন।
বাইডেনের এই দ্বিতীয় পুত্রের মাদক অপব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তার পুনরুদ্ধারের পথ চলাকালীন একাধিক অনুষ্ঠানে আসক্তির সঙ্গে তার সংগ্রামকে প্রকাশ্যে স্বীকার করেছেন।
উল্লেখ্য, মামলার নেতৃত্বদানকারী প্রসিকিউটর ওয়েইস সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একজন নিযুক্ত ব্যক্তি। আগ্নেয়াস্ত্রের অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে তার।