ফুসফুস ক্যান্সারের ওষুধের ট্রায়ালের ফল উৎসাহ জাগানিয়া: অ্যাস্ট্রাজেনেকা

0

ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী প্যাসকাল সোরিটো শুক্রবার বলেছেন, ফুসফুস ক্যানসারের ওষুধের প্রাথমিক পরীক্ষায় তারা বেশ ভালো ফল পাচ্ছে। সেই ফল বেশ আশা জাগানিয়া বলেও উল্লেখ করেছেন তিনি।

তবে এই ফল কীভাবে ও কতোটা ইতিবাচক সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই প্রধান নির্বাহী।  

প্যাসকাল সোরিটো জানিয়েছেন, সম্পূর্ণ ফলাফল সামনে আসলে মানুষ এ বিষয়ে বুঝতে পারবে। তিনি বলেন, ‌‘আমরা বেশ উৎসাহিত কারণ আমরা তথ্য উপাত্তর পুরোটা দেখতে পাচ্ছি।’ তার দাবি মতে, পরিসংখ্যানগতভাবে এ ফল খুবই ইতিবাচক। 

 

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here