ফুলেল শুভেচ্ছায় আন্দোলনের সংকল্প

0

ফুলেল শুভেচ্ছায় আন্দোলনের সংকল্প

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হওয়ায় গিয়াস আহমেদকে এবং যুবদলের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক হওয়ায় ইলিয়াস খানকে ফুলেল শুভেচ্ছা জানালেন যুক্তরাষ্ট্র বিএনপি, জাসাস ও যুবদলের নেতাকর্মীরা।  

শুক্রবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ক্বাবাব অ্যান্ড কিং পার্টি হলে গিয়াস আহমেদের সংবর্ধনা সমাবেশ হয়। এতে সংক্ষিপ্তি বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, ‘বাংলাদেশে চলমান আন্দোলনের সমর্থনে বিশ্বজনমত সুসংহত করতে আমাদের কাজ করতে হবে। ১/১১ পরবর্তী সময়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে হোয়াইট হাউজ ও কংগ্রেসে লাগাতার লবিং চালাতে হবে। 

ইলিয়াস খানকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা

একইদিন সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইডে একটি পার্টি হলে ইলিয়াস খানের সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক কাজী আজম ও ফিরোজ আলম, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, যুগ্ম সম্পাদক আবুল কাশেম প্রমুখ। 

এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা জহির মোল্লা। ফুলেল ওই শুভেচ্ছা পেয়ে আন্দোলনের সংকল্প করে যুবদলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘এখন সময় হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শরিক হবার। এখন সময় হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি নিশ্চিত এবং দায়ের সকল মামলা প্রত্যাহারে সরকারকে বাধ্য করা। এজন্যে সবকিছুর ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গিয়াস ও ইলিয়াস সকলের আন্তরিক সহায়তা চেয়েছেন নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here