ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

0
ফুলহ্যামে যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব ফুলহ্যামের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন ফারহান আলি ওয়াহিদ। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন তিনি। একদিন বাংলাদেশের হয়েও মাঠ মাতানোর সুযোগ রয়েছে তার। কারণ তার রক্তে বইছে বাংলাদেশের উত্তরাধিকার।

গতকাল বুধবার নিজেদের ওয়েবসাইটে ফারহানের সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়েছে ফুলহ্যাম। ২০১৯ সালে চেলসির অ্যাকাডেমি থেকে ফুলহ্যামে যোগ দেন ফারহান। মটসপুর পার্কে এসে অনূর্ধ্ব ১৩ পর্যায় থেকে খেলা শুরু করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার।

গত মৌসুমে ইনজুরির কারণে খুব বেশি খেলার সুযোগ পাননি ১৮ বছর বয়সী এই ফুটবলার। তবে ইনজুরি থেকে ফিরে অনূর্ধ্ব-১৮ পর্যায়ে ২০ ম্যাচে ৭ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন। এতে তাকে প্রথমবারের মতো পেশাদার চুক্তিতে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফুলহ্যাম।
এরই মধ্যে ক্লাবটির অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন তিনি। 

ক্যারিয়ারের পেশাদার চুক্তি করার পর ফারহান বলেন, সত্যিই আমি এই অনুভূতি ব্যক্ত করতে পারছি না। যখন থেকে ফুটবল খেলা শুরু করেছি তখন থেকেই এই মুহূর্তটার জন্য কাজ করে গেছি। এখন আমি এখানে, এটা সত্যিই অসাধারণ অনুভূতি। আমি ফুলহ্যামে অনূর্ধ্ব-১৩ পর্যায়ে যোগ দিয়েছিলাম আর এই যাত্রাটা রোলারকোস্টারের মতো। আমি এখানে প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। বয়সভিত্তিক দল থেকে উঠে আসার পথে আমি আমার চারপাশে সবসময় দারুণ সব ছেলেকে পেয়েছি, যারা আমাকে সবসময় উষ্ণতায় স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, আমার স্বপ্ন অর্জনের পথে আমার পরিবার সবসময় আমাকে সমর্থন দিয়েছে। এর জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা আমাকে সবসময় উপদেশ দিয়েছে এবং আমার পা মাটিতে রাখতে সাহায্য করেছে।

২০০৬ সালে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহানের জন্ম হয়। তার বাবা-মা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত। ইংল্যান্ড ছাড়াও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আছে তার সামনে। বয়সভিত্তিক ফুটবলে প্রতিভার প্রমাণ রাখা এই উইঙ্গার একদিন বাংলাদেশের জার্সি গায়ে চড়াবেন বলে আশাবাদী দেশের ফুটবলপ্রেমীরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here