ফুলবাড়ীতে ভারতীয় চার লাখ রুপিসহ পাচারকারী আটক

0

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চার লাখ ভারতীয় রুপিসহ শহিদুল নামের এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। 

রবিবার (১৮ জুন) দুপুরে দিকে শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিমপাড়ে পুলিশ চেক পোস্টের পাশে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির মোটরসাইকেলের ভেতর থেকে আটটি ভারতীয় ৫০০ টাকার নোটের বান্ডিলের ওপর ও নীচে রাবার দিয়ে প্যাচানো বাংলাদেশের ৫০০ টাকার ১৬টি নোটও উদ্ধার করা হয়। 

কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী বসকোটালের কিশমত করলা গ্রামের মৃত কাছিম উদ্দিনের ছেলে আব্দুল কাদেরের নিকট থেকে ভারতীয় চার লাখ রুপি নিয়ে রংপুর যাওয়ার পথে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করে পুলিশ। ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here