ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৩১৭তম উঠান বৈঠক ও ১৫১তম পথসভা করেছে নব্বইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমা।
বৃহস্পতিবার বিকালে উপজেলা শহরের বঙ্গবন্ধু স্মৃতি সৌধ চত্বরে উপজেলায় বছর ব্যাপী চলমান কর্মসূচি “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ : আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য” শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে আলোড়ন সৃষ্টিকারী উঠান বৈঠকের ৩১৭তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। উঠান বৈঠকে বিপুল সংখ্যক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।
সেলিমা বেগম সালমা আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার বিকল্প নেই। কারণ শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ ভালো আছে এবং বাংলাদেশের সকল মানুষ ভালো আছে।
বক্তব্যে সেলিমা বেগম সালমা এই সরকার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং একাধিক উন্নয়নের লিফলেট প্রদর্শন করেন।
সেলিমা বেগম সালমা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ও দলীয় নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখেন। তিনি বলেন, শেখ হাসিনা যাকেই এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করবেন তাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে বিজয়ী করবো। উপজেলা ব্যাপী ৩১৭টি উঠান বৈঠক ও ১৫১টি পথসভা সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকল আয়োজক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বর্তমান ফুলবাড়িয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ১২৬টি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল, পাড়া ও গ্রামের আনাচে কানাচে উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে রাজনৈতিকভাবে ব্যাপক সক্রিয় রয়েছেন সেলিমা বেগম সালমা।