ময়মনসিংহের ফুলপুরে মানবিক মানুষদের সৌজন্যে ঈদ উপহার পেল ১৮৫টি পরিবার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমকর্মী শাহ নাফিউল্লাহ সৈকতের উদ্যোগে বিভিন্ন মানবিক মানুষদের সহযোগিতায় অসহায়, দুস্থ, কর্মহীন, প্রতিবন্ধী ও অস্বচ্ছল পরিবারের মাঝে আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণ থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারগুলোর মধ্যে রয়েছে প্রতিজনের জন্য ১ কেজি বাসমতি চিনিগুড়া পোলাও চাল, ২ কেজি ব্রি ২৮ চাল, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মসুর ডাল, ১ প্যাকেট (২০০ গ্রাম) লাচ্ছা সেমাই ও ১টি (৬০ গ্রাম) অরেঞ্জ সাবান।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক মাসুদ করিম, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শাফায়েত জামিল সাজু, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, মোস্তফা খান, ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ সম্রাট, উপজেলা ডিজিটাল পোস্ট অফিসের হার্ডওয়্যার টেকনিশিয়ান তানভীর আহমেদ, ব্যাংকার আল মঈনুল হাসান, ব্যবসায়ী সামিউল আলম, অলি, নাছিম হোসেন অন্তর, স্বেচ্ছাসেবক মাহমুদুল হাসান, সদস্য আশরাফুল আলম, স্কাউট গ্রুপের নেতা উদয় প্রমুখ।