ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৩৫) নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আর নজরুল ইসলাম (৪০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 
আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার বাশাটী নামক স্থানে জামালপুর থেকে ময়মনসিংহগামী সিএনজির সাথে ট্রলির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান জামালপুর জেলার ইসলামপুরের মালমারা গ্রামের আবুল কাসেমের ছেলে। 
ফুলপুর থানার এসআই আব্দুল খালেক ও এসআই সবুজসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে এসআই সবুজ জানান, নিহত হাবিবুর রহমানের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ এখন ফুলপুর থানা লাশঘরে আছে। আর সিএনজি ও ট্রলি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here