ফুলপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

0

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় শান্ত (২০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শান্ত ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা (ইন্দিরাপাড়) গ্রামের সাইদুল হকের ছেলে ও ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ফুলপুর থানার এসআই জহিরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে এসআই জহির জানান, শান্তর লাশ বাড়িতে আনা হয়েছে। থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তার পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে কাজিয়াকান্দা কামিল মাদ্রসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আঞ্জুমান কবরস্থানে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here