ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথকভাবে শহিদ বুদ্ধিজীবি দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা চত্বরে স্থাপিত শহিদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা প্রদর্শন করা হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তাছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মসজিদের ইমামদের নিকট চিঠি পাঠিয়ে মসজিদে মসজিদে দোয়া করা হয়।