ময়মনসিংহের ফুলপুরে বৃষ্টিতে পিছলে সড়ক থেকে বাস খাদে পড়ে হাছেন আলী (৩০) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা পৌনে ৪টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার হরিরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এছাড়াও পৃথক আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় মিথিলা (৫) নামে এক শিশু কন্যা গুরুতর আহত হয়েছে। তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ফুলপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আল আমিন, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ও এসআই আরাফাত হোসেন মুন্নাসহ পুলিশের একটি টিম বাস দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাসের চালক পলাতক রয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। হাছেন আলীর লাশ থানা হেফাজতে আছে।