ময়মনসিংহের ফুলপুরে শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ইয়াহইয়াকে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান একটি হুইল চেয়ার প্রদান করেন। জানা যায়, একটি হুইল চেয়ারের অভাবে ইয়াহইয়া দীর্ঘদিন ধরে চলাফেরা করতে পারছিলেন না।
উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত তার জন্য একটি চেয়ারের ব্যবস্থা করেন। এসময় ফুলপুর থানা পুলিশের একজন সদস্য ও মো. সাদেকুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।