ময়মনসিংহের ফুলপুরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।
ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার তালতলা নামক স্থানে ও কাড়াহা নামক স্থানে এ দুর্ঘটনা দুইটি ঘটে।
শনিবার (পহেলা জুলাই) দিবাগত রাতে ফুলপুর পৌরসভার তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে সজিব (২০) ও স্থানীয়সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।
তারা জানান, দ্রুতগতি সম্পন্ন অজ্ঞাতনামা একটি বেপরোয়া প্রাইভেট কার আরজ আলীকে ধাক্কা দিয়ে ঢাকার দিকে চলে যায়।
অপরদিকে, রবিবার (২ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কাড়াহা নামক স্থানে ফুলপুরগামী যাত্রীবিহীন একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে বিদ্যুতের খুটি ও সীমানা দেওয়ালের সাথে ধাক্কা খায়। পরে গাড়িটি উল্টে সড়কের নিচে পড়ে যায় এবং চালক গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। আর আরজ আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া কারটি শনাক্ত করতে কাজ চলছে।