ময়মনসিংহের ফুলপুরে পৃথক দুটি অভিযানে ২৯ বোতল ভারতীয় মদ ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বওলা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, উপজেলার বওলা টু ধোবাউড়া সড়ক এখন মাদক সড়ক হিসেবে পরিচিতি লাভ করেছে। কারণ এ সড়ক দিয়ে প্রায়ই ভারতীয় মদ আদান প্রদান করা হয়ে থাকে। বার বার ওখান থেকে মাদক কারবারিদের বড় বড় লটসহ ধরা পড়লেও থামছে না মাদক। রবিবার দিবাগত রাতে ওই সড়ক দিয়ে ভারতীয় মদ ঢুকছে এমন গোপন সংবাদ পেয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এসআই সুমন মিয়া ও এসআই সবুজের নেতৃত্বে পুলিশের পৃথক দুটি ফোর্স পাঠান।
তাদের দেহ তল্লাশি করে তাদের কাঁধে বহনকৃত স্কুল ব্যাগ থেকে এসব ভারতীয় মদসহ বোতল ও মাদক কারবারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফুলপুরকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।