ফুলপুরে নতুন ইউএনও’র মতবিনিময়

0

ময়মনসিংহের ফুলপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম সুধী সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন। এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ কুমার দত্ত, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা সার বীজ সমিতির সভাপতি গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন ও রফিকুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here