ফুলপুরে ধানের ব্লাস্ট রোগ বিষয়ক ক্যাম্পেইন

0

ময়মনসিংহের ফুলপুরে চলমান বোরো মৌসুমে ধানের ব্লাস্ট ও খোলপোড়া রোগ বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন জায়গায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধানের ব্লাস্ট ও খোলপোড়া রোগ বিষয়ক কৃষক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সাথে ইউনিয়ন পর্যায়ে টিম গঠন করা হয়েছে। এসব টিমের সদস্যরা মাঠে, হাট বাজারে, মসজিদ ও মন্দিরে উপস্থিত কৃষকদের কাছে ধানের রোগ বালাই বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করছেন ও কৃষি বিষয়ক পরামর্শ দিচ্ছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন ধরে ফুলপুরের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এসব রোগের সচেতনতা বৃদ্ধির প্রচারণার কাজ চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here