ময়মনসিংহের ফুলপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) সুতারপাড় ভাঙ্গা ব্রিজের পাশে তোজাম্মেল হকের রাইস মিলের সামনে থেকে ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
জানা যায়, তোজাম্মেল হকের রাইস মিলের সামনে কতিপয় ডাকাত গোপনে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করার জন্য ব্যাটারী চালিত মিশুক অটোগাড়িতে ছদ্মবেশে অবস্থান নেয়। এমন সংবাদ পেয়ে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং তাদেরকে হাতেনাতে আটক করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ফুলপুর থানায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া থানা এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।