ময়মনসিংহের ফুলপুরে আসন্ন (২১ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সৃত্র ধরের সঞ্চালনায় এসময় হিন্দু ধর্মের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।