ফুলপুরে তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা

0

ময়মনসিংহের ফুলপুরে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা বেলা পৌনে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ এর আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশ-এর উপ-পরিচালক সোহানা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. সালাহ উদ্দিন। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঁঞার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল।

এ সময় ওসি (তদন্ত) বন্দে আলী, ছনধরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী পান্না, বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহিদ সরকার, সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান শাহা আলী, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, এম এ মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে আজ সকালে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here