ময়মনসিংহের ফুলপুরে দুই দিনের টানা বর্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, রাস্তা ঘাট, বাসাবাড়ি, সরকারি অফিস প্রাঙ্গণ, সবজি বাগান, ফসলি জমি ও প্রায় দেড় হাজার ফিশারি ডুবে গেছে। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, ২৫ হেক্টর সবজি জমি ও ১৮০ হেক্টর আমন ফসলের ক্ষেত নিমজ্জিত হয়েছে।
এছাড়া উপজেলার মৎস্য চাষীদের সাথে কথা বলে জানা গেছে, তাদের পুকুর তলিয়ে গেছে। প্রবল বর্ষণে পাড় ভেঙে গেছে। এভাবে তারা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গোলাম মোস্তফা জানান, এ বছর উপজেলায় ১০ হাজার ৬৪০টি পুকুরে মৎস্য চাষ করা হয়েছে। এর মধ্যে ২২০ হেক্টর জমির ১ হাজার ৩৫৮টি পুকুর ডুবে প্রায় ৭ কোটি ৬১ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, উপজেলার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে সদর ইউনিয়নের শিলপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। এতে মানুষের ফসলি জমি ও প্রচুর পুকুর ডুবে যাওয়ার চিত্র চোখে পড়েছে।